রেমডেসিভির (Remdesivir) কালোবাজারির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা শাখা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩২ ভায়াল রেমডেসিভির। পুলিশের দাবি, রেমডেসিভির কালোবাজারির নেপথ্যে রয়েছে কোনও প্রতারণা চক্র। ৩ জনকেই আজ আলিপুর কোর্টে (Alipore Court) তোলা হবে। গতকাল সাদা পোশাকে একবালপুর থানা এলাকায় হানা দেয় পুলিশ। এরপর গ্রাহক সেজে সেখান থেকে ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পরে হেস্টিংস এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা ২৭০০ টাকার ভায়ালের জন্য ২৫ হাজার টাকা করে চাইছিল বলে অভিযোগ।
#RemdesivirFraud #Corona #KP #ABPAnandaLive
Corona cases,Coronavirus,Coronavirus Cases India,Coronavirus cases,Coronavirus in India,Covid19,Covid19 India Update,Covid19 Update,India Corona cases,Remdesivir,Remdesivir Fraud,Remdesivir Price
Post a Comment